Home অপরাধ মানিকছড়িতে চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক
Disember ২৫, ২০২৩

মানিকছড়িতে চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছ‌ড়ির মা‌নিকছ‌ড়ি‌তে চোলাইমদসহ সুকৃতি চাকমা (৪০) না‌মে এক মাদক ব্যাবসায়ীকে আটক ক‌রে‌ছে পুলিশ।

র‌বিবার (২৪‌ ডি‌সেম্বর ২০২৩) ভোর সা‌ড়ে ৬টার দি‌কে মা‌নিকছ‌ড়ির তিনট্যহরী শিবির বাজার এলাকা থেকে তা‌কে আটক করা হয়।

জানা যায়, বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে চট্টগ্রাম নেওয়ার পথে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়‌কে ৩৫ লিটার চোলাইমদ ও একটি প্লাটিনা মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ-১৪-৪৩১৫)সহ সুকৃতি চাকমাকে আটক করা হয়। সুকৃতি চাকমা খাগড়াছড়ির পানছ‌ড়ি উ‌জেলার লেনদিয়াপাড়ার প্রভাত চন্দ্র চাকমার ছে‌লে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, আটককৃ‌তের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হে‌য়েছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *