Home খেলা বিসিবির চুক্তি থেকে তামিমের নাম প্রত্যাহার
Disember ২৪, ২০২৩

বিসিবির চুক্তি থেকে তামিমের নাম প্রত্যাহার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়দের মতো টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন এই তালিকায়। তবে চলতি চুক্তির মেয়াদ শেষে কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে আগ্রহী নন দেশসেরা এই ওপেনার।

কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য এরই মধ্যে বিসিবিকে অনুরোধ করেছেন এই অভিজ্ঞ ওপেনার। আজ রোববার (২৪ ডিসেম্বর) এই তথ্য সম্পর্কে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস তামিমের চুক্তির ব্যাপারে জানান, ‘তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিমের সাথে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে, বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সে চাচ্ছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে।’

কেন্দ্রীয় চুক্তির তালিকা কবে নাগাদ জানা যাবে এই ব্যাপারে বিসিবির এই কর্মকর্তা জানান, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে, ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করব যেটা বোর্ডের কাছে দিব। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। উনি একটু দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করব।’
বিসিবির চুক্তি থেকে তামিমের নাম প্রত্যাহার
পাপন-তামিমের জরুরি বৈঠক

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই তামিম ইকবালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে আছে। বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা নাটকীয়তার পর স্কোয়াডে জায়গা হয়নি এই দেশসেরা ওপেনারের। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশে এখন বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। আদৌ তামিমকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা বাড়ছেই। এরই মধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ সেই শঙ্কাকে আরও বাড়িয়ে দিবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *