Home বিনোদন ‘চারপাশে সব ফেরেশতা’- দাবি অপু বিশ্বাসের
Disember ১৪, ২০২৩

‘চারপাশে সব ফেরেশতা’- দাবি অপু বিশ্বাসের

নানা সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনো নায়িকা বুবলিকে কটাক্ষ করে কথা বলেন, কখনো সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাচনায় থাকেন তিনি।

এদিকে একসময়ের জনপ্রিয় এ নায়িকার সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও নানা ধরনের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে দেখা যায়।

তবে কয়েক দিন আগে তিনি আলোচনায় এসেছিলেন নায়িকা শবনম বুবলিকে ঘিরে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নির সঙ্গে তার কথোপকথনের অডিও ফাঁস নিয়ে। যদিও সেখানে তার কণ্ঠস্বর সেভাবে শোনা যায়নি। 

এসব অভিযোগ নিয়ে মাঝেমধ্যেই ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা। তবে গতকাল রাতে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

তিনটি পয়েন্টে ভাগ করে তিনি এই পোস্ট দিয়েছেন। এক নম্বরে লিখেছেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি, চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্টে লিখেছেন, ‘এত দিন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করেনি’। আর তিন নম্বরে আছে- ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’ কথাটি।তবে এই নায়িকা কাকে নিয়ে কেন এই পোস্ট দিয়েছেন সেটা জানা যায়নি।

অনুমান করা যায়, গতকাল রাতে ফারজানা মুন্নি ও তাপসকে নিয়ে একটি প্রগ্রাম উপস্থাপনা করেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেখানে উঠে আসে বুবলি ও তাপসের প্রেমসংক্রান্ত অডিও ফাঁস নিয়ে। এই ঘটনায় এককভাবে দায়ী করা হয় অপুকে। এসব কারণেও এমন পোস্ট দিয়ে থাকতে পারেন বলে অনেকেই অনুমান করছেন।
এদিকে গেল ঈদে অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত লাল শাড়ি ছবিটি মুক্তি পেয়েছে।
তারপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *