Home বিনোদন আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন তা মানুষের কাজে লাগছে : মমতাজ
Disember ১১, ২০২৩

আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন তা মানুষের কাজে লাগছে : মমতাজ

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। নির্বাচনী ব্যস্ততার মধ্যেও নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ বাংলাদেশ উপলক্ষে তার গাওয়া ‘ভ্যাট’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। গানের কথা লিখেছেন তুষার মিজান।

ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে গাওয়া গানের বিষয়ে মমতাজ বলেন, সচেতনতা তৈরির কোনো কাজের প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গেই রাজি হই। পরিবেশ দূষণ, বাল্যবিয়ে, ট্রাফিক আইন মেনে চলাসহ সচেতনতা তৈরির কত ইস্যু নিয়ে যে গান গেয়েছি, সেই হিসাব নেই। মানুষ ভালোবাসে, পছন্দ করে—তাই এসব কাজে আনন্দও লাগে। আমি মনে করি, শিল্পী হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব অন্য অনেকের চেয়ে বেশি। তাই দায়িত্ববোধের জায়গা থেকে এসব কাজ করি। আমি মনে করি, আমাদের কথায় যদি মানুষ উদ্বুদ্ধ হয়, সচেতন হয়—এটা সমাজ ও দেশের জন্য উপকার। এবারের গানটি গেয়েও ভালো লেগেছে। গানের কথাগুলো চমৎকার। সুরটাও দারুণ।

মমতাজ জানান, ১০টি গানের প্রস্তাব পাওয়ার পর যদি তার কাছে একটি সচেতনতামূলক গানের প্রস্তাব আসে, সবার আগে তিনি সামাজিক সচেতনতার গানই করেন। তিনি বলেন, এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, মানুষের জন্য কিছু একটা করার সুযোগ পাচ্ছি। মানুষের জন্য কিছু করতে পারাটা সমাজ ও দেশের জন্য করা। এতে শিল্পীমন তৃপ্ত হয়, মানুষ হিসেবেও এক অর্থে নিজেকে ভাগ্যবান মনে হয়, কারণ আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন, তা মানুষ, সমাজ ও দেশের উপকারে কাজে লাগছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *