Home সারাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
Disember ১১, ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার দু’দিন পরে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ফেরিঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন,  স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় সোমবার বেলা ১০ টার দিকে ফজলুল হকের মরদেহ তার ছেলে সেলিম শেখসহ পরিবারের অপর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফজলুল হক(৭০) ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

উল্লেখ্য, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার সময় গত শুক্রবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। ##

**ছবি সংযুক্ত আছে।                                                                                                                                                                       (এস এম সাইফুল ইসলাম কবির)                                                                                                                                                   বাগেরহাট প্রতিনিধি
০১৭১১৩৭৭৪৫০  তারিখ: ১১.১২.২০২৩।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *