Home বিনোদন শাকিবের নতুন নায়িকা ঢাকায়
Disember ১০, ২০২৩

শাকিবের নতুন নায়িকা ঢাকায়

‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন- এমন গুঞ্জন অনেক দিনের। সেটিই অবশেষে সত্যি হচ্ছে।

রাফীর পরিচালনায় ‘অভিনেতা’ নামে নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন শাকিব। তার নায়িকা টালিউডের নতুন মুখ শর্বরী দাস। ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

একাধিক সূত্র জানিয়েছে, ‘অভিনেতা’ সিনেমায় কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতেই বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী।

দুই বাংলার যৌথ প্রযোজনায় শাকিবের এ নতুন সিনেমা নির্মাণ হচ্ছে। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে ছবিটির।

 

ছবির বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিচালক রায়হান রাফী। তিনি শুধু জানিয়েছেন, ‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ১১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ঘোষণা করবে।’

এদিকে শাকিব খানের এই নতুন নায়িকার শোবিজ অঙ্গনে পথচলার শুরু ২০১২ সালে। একাধিক বিজ্ঞাপন ও টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজ ‘পার্সো’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটি পরিচালনা করেছেন প্রজুন দা। শাকিব খানের সঙ্গে ‘অভিনেতা’ সিনেমায় জুটি বাঁধলে এটাই হবে তার ঢালিউডে প্রথম কাজ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *