Home রাজনীতি সুষ্ঠু নির্বাচন নিয়ে তৈমুর আলমের শঙ্কা
Disember ১০, ২০২৩

সুষ্ঠু নির্বাচন নিয়ে তৈমুর আলমের শঙ্কা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রোববার (১০ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তৈমুর আলম খন্দকার বলেন, তফসিল ঘোষণার পর থেকে এতদিন নির্বাচনের পরিবেশ নিয়ে আমার কোনো শঙ্কা ছিল না। তবে আজকে সকালে জানতে পারলাম রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা ও লুটপাট করেছে সরকার দলীয় প্রার্থীর লোকজন। এতে আমি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যে কমিটমেন্ট দিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে সরকারি দলের বিভিন্ন বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীসহ মন্ত্রী-এমপিদের পেশিশক্তি নিয়ন্ত্রণ করা না হলে নির্বাচনে এর ভয়াবহ প্রভাব পড়বে।

তাই নির্বাচনের পূর্বেই সরকার দলীয় প্রার্থীদের বাহিনীগুলো প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রণসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তৈমুর। তা না হলে ভয় ও আতঙ্কের কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলবেন বলে মনে করেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *