Home সারাদেশ শেয়ারবাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে ৪৩ কোটি টাকা
Disember ৪, ২০২৩

শেয়ারবাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে ৪৩ কোটি টাকা

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে তাঁর বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর বিপরীতে সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় সাকিব তাঁর পেশা লিখেছেন ক্রিকেটার। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে—বিবিএ। বছরে তাঁর আয় ৫ কোটি ৩২ লাখ টাকা। প্রায় ২৩ লাখ টাকা তিনি আয় করেন ব্যাংক আমানত থেকে।

হলফনামায় লেখা তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাবপত্র ও ইলেকট্রনিকসামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।

হলফনামা দেখে আরও জানা যায়, জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। আর ইস্টার্ণ ব্যাংকের কাছে ঋণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ টাকা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *