Home রাজনীতি নতুন প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত চলছে : ইসলামী আন্দোলন
Disember ৩, ২০২৩

নতুন প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত চলছে : ইসলামী আন্দোলন

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের নীলনকশা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমে আগামীর প্রজন্ম ধ্বংসের নীলনকশার ছক আঁকা হয়েছে। এ সিলেবাসে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার কোনো প্রেসক্রিপশন নেই। যা আছে তা দিয়ে মনুষ্যত্ববোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিভাবকদের এই অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন। যা মিথ্যার শামিল।’

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনাকালে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নতুন শিক্ষাক্রমের নামে প্রজন্মকে ধ্বংসের পাকাপোক্ত নীলনকশা করা হয়েছে। এই শিক্ষাক্রমের বিরুদ্ধে দেশের অভিভাবকগণ প্রতিবাদ জানাচ্ছে এবং তা বাতিলের দাবি করেছে। অভিভাবকদের পক্ষ থেকে যৌক্তিকভাবে এর প্রতিবাদ করায় অভিভাবক-শিক্ষকসহ ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অবিলম্বে গ্রেপ্তার চার জনের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত যে কয়টি শিক্ষাক্রম বাস্তবায়িত হয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ ও বাস্তবতাবিবর্জিত শিক্ষাক্রম হলো নতুন শিক্ষাক্রম। এ শিক্ষাক্রম অবিলম্বে বাতিল করে ৯২ ভাগ মুসলমানের চিন্তাচেতনা অনুযায়ী প্রণয়ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ, আবদুল কাইয়ূম, মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *