Home রাজনীতি নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অবরোধ-সমর্থকদের হামলা, আহত ৫
Disember ৩, ২০২৩

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অবরোধ-সমর্থকদের হামলা, আহত ৫

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একুশে পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন।

রোববার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দত্তবাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন একুশে পরিবহণের চেয়ারম্যান অহিদ উদ্দিন মুকুল। তিনি বলেন, অবরোধ সমর্থকদের হামলায় বাসে থাকা ৫ যাত্রী আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সোনাপুর বাস টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে একুশে পরিবহণের একটি বাস রওনা দেয়। যাত্রাপথে বাসটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দত্তবাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে আকস্মিক বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে অবরোধের সমর্থকরা। ওই সময় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন।

অপরদিকে জেলার সদর উপজেলার রশীদ কলোনি, গোদার মসজিদ, কর ভবন, নোয়া কনভেনশন হলের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে অবরোধের সমর্থকরা। এছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ নিয়মিত মামলা ও ওয়ারেন্টমূলে ১০ জনকে গ্রেফতার করেছে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের ৩-৪টি গ্লাস ভেঙে একজন যাত্রী আহত হন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *