Home নির্বাচন খুলনা-৬ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামানের বঙ্গবন্ধু-র সমাধীতে শ্রদ্ধা নিবেদন 
নভেম্বর ২৯, ২০২৩

খুলনা-৬ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামানের বঙ্গবন্ধু-র সমাধীতে শ্রদ্ধা নিবেদন 

মোঃ বায়জিদ হোসেন 
কয়রা (খুলনা) প্রতিনিধি 
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মঙ্গলবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ কালে ১ মিনিট নিরাবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে উন্নয়ন ধারা ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ দেশ গঠনে নৌকা প্রতিকের বিজয়ের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ আল মামুন, কয়রা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা, সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন সানা, পাইকগাছা কমিটির সহ-সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাওনেয়াজ শিকারী, সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, আঃ মজিদ গোলদার, ইকবাল হোসেন খোকন, মিজানুর রহমান, বিভুতী ভূষন সানা, গোলাম রব্বানী,বজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সহ এলাকার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অগনিত নেতা-কর্মী।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *