Home রাজনীতি বগুড়ায় ২য় বাইপাস সড়কে জামায়াতের অবস্থান
নভেম্বর ২৭, ২০২৩

বগুড়ায় ২য় বাইপাস সড়কে জামায়াতের অবস্থান

জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের ডাকা ৭ম দফায় ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে বগুড়া ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করেছে জামায়াত। ফজর নামাজের পর থেকেই কয়েখ শত জামায়াত-শিবির কর্মী ২য় বাইপাসের ফনির মোড়ে সড়ক অবরোধ করেছে। সকাল ৭টায় অবরোধের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করে জামায়াত। জামায়াতে বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শত শত জামায়াত-শিবির কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে ফনির মোড় থেকে সাবগ্রাম এলাকায় গিয়ে সড়কে বসে পড়ে। এসময় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে আন্দোলন করছেনা। দেশের মানুষকে আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি দিতেই জামায়াত রাজপথে নেমেছে। জগদ্দল পাথরের মত জাতির ঘাড়ে চেপে বসা আওয়ামী জাহেলিয়াত থেকে দেশবাসীকে মুক্ত না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।’ তিনি সরকারে উদ্দেশ্যে বলেন, ‘দেশের কল্যাণ চাইলে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা ছাড়–ন। প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে সব দলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা না হলে যেকোন পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশের মানুষ কোন অবস্থাতেই প্রহসনের নির্বাচন হতে দিবেনা।’ এদিকে, বগুড়া-রংপুর মহাসড়কের বারোপুরে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এছাড়া আজও অবরোধের সমর্থনে বগুড়ার শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।

-প্রেস বিজ্ঞপ্তি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *