Home চাকুরী আইসিটি বিভাগে চাকরি পেলেন দুই হাত হারানো সেই অদম্য রায়হান
Mei ১৬, ২০২৩

আইসিটি বিভাগে চাকরি পেলেন দুই হাত হারানো সেই অদম্য রায়হান

রায়হান যখন স্কুলের ছাত্র তখন ট্রান্সফরমারের বৈদ্যুতিক তারের স্পর্শে তার দুই হাত ঝলসে যায়। সেই থেকে এক হাত নেই, আরেক হাত আছে কনুই পর্যন্ত। হাত হারিয়েও দমে যাননি রায়হান। অদম্য এই মানুষটি মুখ দিয়ে লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেছেন। স্নাতকোত্তরে জিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন ৩.১৩। যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক কাজেও। হাত না থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেও চাকরি পাননি।

রায়হানকে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান, পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী, কম্পোনেন্ট টিম লিডার ড. মাহফুজুর ইসলাম শামীমসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

https://www.facebook.com/watch/?ref=external&v=1856682184724968

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *