প্রয়াত উপাচার্যের স্মরণে জবিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সদ্য প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ প্রয়াত উপাচার্য ড. ইমদাদুল হককে অত্যন্ত সজ্জন অভিভাবক ও দক্ষ প্রশাসক হিসেবে অভিহিত করে বলেন, অতি অল্প সময়ে জগন্নাথে সবার প্রিয় ব্যক্তি হিসেবে উপাচার্য মহোদয় নিজেকে তুলে ধরেছিলেন তাঁর কর্মে ও জ্ঞানে। তিনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা সকলের সাথে আলোচনা করে সমাধান করতেন এবং সবার মতামতকে প্রাধান্য দিতেন।
শোকসভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং সভাটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।
এসময় বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার সহ অন্যান্য বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বক্তারা প্রয়াত উপাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন অনুভূতি ব্যক্ত করেন। সভা শেষে প্রয়াত উপাচার্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে শোক বই উন্মুক্ত করা হয়।
আগামী ১৬ নভেম্বর পর্যন্ত শোক বই সবার জন্য উন্মুক্ত থাকবে৷
প্রসঙ্গত, বুধবার সকাল ১০.৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্মরণে শোক সভা এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।