Home সারাদেশ পাবনার শ্রেষ্ঠ ওসি রফিকুল ইসলাম
নভেম্বর ১২, ২০২৩

পাবনার শ্রেষ্ঠ ওসি রফিকুল ইসলাম

পাবনার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন পাবনার সাঁথিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম। শনিবার (১১ নভেম্বর) বিকেলের দিকে পুলিশ সুপার আকবর আলী মুন্সি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় পর পর তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্বারক উপহার পেলেন তিনি। গত এক বছরে তিনি মোট ৫ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন।

জানা গেছে, সাঁথিয়া থানায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় আগষ্ট, সেপ্টম্বর ও অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মো. রফিকুল ইসলামকে পর পর তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন। এর আগেও তিনি দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল, আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *