Home রাজনীতি রাজশাহীতে শিবির-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া
নভেম্বর ৯, ২০২৩

রাজশাহীতে শিবির-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী নগরীর তালাইমারীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নর্দার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তারা তালাইমারী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসে। এ সময় শিবির কর্মীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *