Home অপরাধ রামগড় থানার বিশেষ অভিযানে ১২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি অ্যাম্বুলেন্স গাড়ী সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 
নভেম্বর ৮, ২০২৩

রামগড় থানার বিশেষ অভিযানে ১২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি অ্যাম্বুলেন্স গাড়ী সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
জনাব মুক্তা ধর, পিপিএম (বার), পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল মহোদয় এবং জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, রামগড় থানা মহোদয়ের সার্বিক তত্বাবধানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে রামগড় থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ জাফর আলম, এএসআই(নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্সসহ রামগড় থানার জি.ডি নং— ৩৩৫, তাং— ০৭/১১/২০২৩ খ্রিঃ মূলে রামগড় থানা এলাকায় নিয়মিত রাত্রীকালীন জরুরী ডিউটি এবং চেকপোষ্ট ডিউটি করাকালে খাগড়াছড়ি টু ফেনীগামী একটি এ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশি করিয়া   ০২ জন আসামীসহ  ১২৫ (একশত পচিঁশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আসামী ১। মোঃ ইমন হোসেন হৃদয় (২১), পিতা- মোঃ বেলাল হোসেন, মাতা- সামশুননাহার, সাং- মোল্লাপাড়া, ০৬নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, ২। মোঃ ফরিদুল ইসলাম মেহেদী (২৫), পিতা- হুমায়ন কবির, মাতা- ফাতেমা বেগম, সাং- শালবন আটার পরিবার, ০৬নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, উভয় থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়িদের আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়।  আসামীদেরকে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *