Home রাজনীতি গণদাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে-মাহফুজুর রহমান
নভেম্বর ৮, ২০২৩

গণদাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে-মাহফুজুর রহমান

সরকারের পদত্যাগ ও কেয়াটেকারের সরকারের দাবিতে জনগণ স্বতঃম্ফূর্তভাবে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে; দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোন ভাবেই ঘরে ফিরে যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান।

তিনি আজ ঢাকার মিরপুরে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর জোন আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অবিলম্বে গণবিরোধী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে ৩য় দফার টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর-২ নং ষাট ফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু নকীব, এ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, এ্যাডভোকেট আব্দুর রকীব, রিমন তমাল, গাজী মোহাম্মদ হাফিজ, শাহজালান ও জামাল উদ্দীন, ছাত্রনেতা আসাদুজ্জামন, তানভীর ও মওদুদ আহমদ প্রমূখ।

 

মাহফুজুর রহমান বলেন, চলমান দুর্বার গণআন্দোলনে ভীত হয়ে নৈশ্যভোটের সরকার একেক সময় একেক কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে। তারা কোন ভাবেই জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করছে না। তারা আবারো ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতার মেয়াদ বর্ধিত করতে চায়। কিন্তু ঘুঘুকে বারবার ধান খাওয়ার সুযোগ দেওয়া হবে না বরং বীর জনতা ঐক্যবদ্ধভাবে তাদের সে ষড়যন্ত্র রুখে দেবে। তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় জনতার উত্তাল শ্রোতে ফ্যাসীবাদের তখতে তাউস খড়কুটার মত ভেসে যাবে।

তিনি বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণেই নিত্যপণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তারা নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে এবং গণদাবিকে পাশ কাটানোর জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যয়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। সরকারের নির্মম জিঘাংসা থেকে রেহাই পাননি দেশের বরেণ্য আলেম-উলামাও। মূলত, তারা দেশকে মেধা ও নেতৃত্বশ্যূ করে অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চায়। কিন্তু এসব করে স্বৈরাচারি ও বাকশলী সরকারের শেষ রক্ষা হবে না। তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল জাতীয় নেতার নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

 

বাড্ডায় সড়কপথ অবরোধ: চলমান অবরোধের সমর্থনে কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লার  নেতৃত্বে বাড্ডা এলাকায়  সড়ক, নৌ ও রেলপথ  অবরোধের অংশ হিসেবে আজ ১ম দিনে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও বাড্ডা উত্তর থানা আমীর  মাওলানা কুতুবউদ্দিন এবং বাড্ডা পশ্চিম থানা আমীর আব্দুস সবুর ফরহাদ প্রমূখ।

আগারগাঁও-এ রাজপথ অবরোধ: কেন্দ্র ঘোষিত ৩য় দফা  অবরোধের ১ম দিনে ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের উদ্যোগে আজ ৮ই নভেম্বর সকালে  ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডাঃ ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে  রাজপথ  অবরোধ করেছে জামায়াতের কর্মীরা।  এসময় পুলিশ  অবরোধ স্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে এবং  একপর্যায় জামায়াতের ৩জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমীর টুটুল, অঞ্চল টীম সদস্য আলাউদ্দিন মোল্লা, ছাত্রশিবিরের মহানগর পশ্চিমের মিডিয়া সম্পাদক মাহমুদউল্লাহ রিয়াদ, শ্রমিক নেতা মিজানুর রহমান, কাফরুল পশ্চিম থানার আমীর আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমীর অধ্যাপক আনোয়ারুল করিম, কাফরুল উত্তরের আমীর রেজাউল করিম, ভাসানটেক আমীর আহসান হাবীব, জামায়াত নেতা মুসআব মুহাইমিন, আতিক হাসান, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী, আনিস, জাকির ও পরশ প্রমূখ।

মিরপুর-১১তে  পল্লবী জোনের অবরোধ: চলমান অবরোধের সমর্থনে মিরপুর ১তে অবরোধ করে বিক্ষোভ  করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের,  রূপনগর থানা আমীর আবু হানিফ, পল্লবি দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, পল্লবি  মধ্য থানা আমীর আবুল কালাম পাঠান, বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক মো: হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজন, রূপনগর থানা সেক্রেটারি মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান ও ছাত্রনেতা মো: তাইয়ান এবং আব্দুল কাদের প্রমূখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *