Home রাজনীতি কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতালের ডাক
নভেম্বর ৭, ২০২৩

কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা জাগির হোসেন নিহতের প্রতিবাদে বুধবার (৮ নভেম্বর) কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান ছিদ্দিকী হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জেলা বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় অভিযান চালায় র‍্যাব ও পুলিশ। তাকে না পেয়ে ঘর ভাঙচুর এবং গুলি ছুড়ে। এতে তিনজন বিএনপি কর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। তিনি সাবেক যুবদল নেতা এবং ওই উনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ দিবস শান্তিপূর্ণভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থেকে হরতাল পলনের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *