Home ভাইরাল নিউজ গাজীপুরে কারখানায় আগুন ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নভেম্বর ৭, ২০২৩

গাজীপুরে কারখানায় আগুন ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুরের কয়েকটি কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের এক নেতাকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁর নাম মো. রিপন হোসেন (২৭)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামের মো. সুরুজ আল মামুনের ছেলে। দলের সিনিয়র নেতাদের নির্দেশে তিনি শ্রমিক আন্দোলনে অংশ নেন বলে জানিয়েছেন, এমন দাবি পুলিশের।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আহসানউজ্জামান, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম এবং ডিসি ডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহীম খান।

গ্রেপ্তার রিপন হোসেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৫

পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, গাজীপুরের বিভিন্ন কারখানা, পুলিশের বিভিন্ন স্থাপনা, হাসপাতাল ও যানবাহনে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ১ নভেম্বর গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি, গাজীপুর জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক গাজীপুরের শ্রমিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেন। তখন তাঁরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা লিডা ও ফর্টিস গার্মেন্টসের ভেতর গাড়ি ভাঙচুর ও দাহ্য পদার্থ ঢেলে গাড়িতে আগুন দেওয়া হয়। পরে পুলিশ গার্মেন্টস কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ছবি দেখে এ কাজে নেতৃত্বদানকারী মো. রিপন হোসেন নামের এক যুবককে চিহ্নিত করা হয়। পরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গাজীপুরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, দলের সিনিয়র নেতাদের নির্দেশে রিপন শ্রমিকদের আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও চারটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *