রাজশাহীতে বসতবাড়িতে অস্ত্র মজুদ রাখায় যুবক গ্রেপ্তার
রাজশাহীতে নিজের বসতবাড়িতে অভিনব কায়দায় দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখায় নাহিন সুলতান সুপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে র্যাব-৫ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার নাহিন সুলতান সুপ্তের বাড়ি ঘেরাও করলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আসামি নাহিনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপরজন কৌশলে দৌড়ে রাতের আঁধারে পালিয়ে যায়।
এ সময় গ্রেপ্তার নাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানায়, তার বসতবাড়িতে অস্ত্র ও বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র আছে। পরবর্তীতে র্যাবের দল ওই বসতবাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, গুলি, চাইনিজ কুড়াল ও ধারালো বড় ছুরি উদ্ধার করে।
এ ঘটনায় নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।