Home রাজনীতি পল্টনে পুলিশের কড়া পাহারায় কড়া অবরোধ
নভেম্বর ৫, ২০২৩

পল্টনে পুলিশের কড়া পাহারায় কড়া অবরোধ

ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যে তালা ঝুলছে, নয় দিন পরও সেটি খোলেনি।

ওই ঘটনার পর থেকেই বিএনপি কার্যালয়ের সামনে টানা পাহারা দিয়ে আসছে পুলিশ। শনিবার রাতে কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। ফুটপাত ধরেও পথচারীদের চলাচল করতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে পথ ঘুরে যেতে। বন্ধ রয়েছে দোকানপাট।

বিএনপির চলমান অবরোধের মধ্যে রোববার নয়া পল্টনের সড়কে প্রাইভেট কার, সিএনজি ও রিকশা চলাচল করতে দেখা গেছে। সেখানে এক রিকশাচালক মোমিন মিয়া জানান, অবরোধের কারণে যাত্রী পাচ্ছেন কম। কাছের গন্তব্যে অনেকে চলছেন পায়ে হেঁটেই।

নয়া পল্টনের একটি গলিতে চায়ের দোকানি সুরজ মিয়ার ভাষ্য, “কড়া অবরোধ হচ্ছে ভাই। আমার প্রতিদিন চা বিক্রি হত একশ থেকে দেড়শ কাপ। এখন অর্ধেকের কম বিক্রি হয়। সকাল থেকে আজ (রোববার) মাত্র ২৮ কাপ চা বিক্রি করেছি।

“যারা চা খেয়েছেন, তাদের বেশিরভাগ পুলিশ বা সাংবাদিক। সাধারণ মানুষজন কম। গ্রেপ্তারের ভয়ে কেউ এই সড়কে চলছে না।”

বিএনপি কার্যালয়ের সামনে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, নয়া পল্টনের সড়কে যানবাহন ‘স্বাভাবিকভাবে’ চলাচল করছে। মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ও নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়। পরদিন হরতাল ডাকে বিএনপি ও জামায়াতে ইসলামী।

এরপর ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ডাকে অবরোধের কর্মসূচি। প্রথম দফার ওই অবরোধে ঢাকাসহ সারাদেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়। প্রাণ যায় তিনজনের। রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *