Home জাতীয় মসজিদে নববির ইমাম ঢাকায়
Oktober ২৯, ২০২৩

মসজিদে নববির ইমাম ঢাকায়

মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান ঢাকায় এসেছেন। রবিবার ভোরে তিনি সৌদি আরবের মদীনা থেকে সরাসরি ঢাকায় তশরিফ আনেন। এ সময় তাকে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান- ধর্ম প্রতিমন্ত্রি ফরিদুল হক খান, সচিব হামিদ জমাদ্দার, ও হাব সভাপতি শাহাদত হোসাইন তসলিম।

ধর্মমন্ত্রানালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ জানিয়েছেন সোমবার সকাল ১১টায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে বক্তৃতা করবেন। নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ৬ষ্ঠ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সৌদি আরবের মসজিদ-ই- নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজগণের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সারাদেশে মোট তিনশত মডেল মসজিদ কার্যকারীভাবে ব্যবহার শুরু হচ্ছে।

ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর ১ম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি ২য় পর্যায় ,২০২৩ সালের ১৬ মার্চে ৩য় পর্যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল ৪র্থ পর্যায় এবং ২০২৩ সালের ৩০ জুলাই ৫ম পর্যায়ে ৫০টি করে মোট দুইশত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী’র ২০১৪ সালে নির্বাচনী প্রতিশ্রুতির পর সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে ‘ প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন” শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *