Home বিনোদন মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’
Oktober ২৯, ২০২৩

মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

মুক্তি পেতে যাচ্ছে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। আগামী ৩রা নভেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি।

সংবাদ মাধ্যম অনুযায়ী, সিনেমার মুক্তি উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অরুণা বিশ্বাস। চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রুবিন্দু। তবে এই অশ্রু আনন্দের, এই অশ্রু আবেগের।

শত ব্যস্ততার মাঝেও অরুণার প্রথম সিনেমার শুভ কামনা জানাতে সংবাদ সম্মেলনে অংশ নেন অসংখ্য তারকা। এসেছিলেন বাপ্পারাজ, মিশা সওদাগর, শহিদুল ইসলাম সাচ্চু, জায়েদ খান, নিপুণ আক্তারের মতো তারকারাও।

অরুণা জানান, এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাঁসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প। সিনেমাটিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আছে, কমার্শিয়াল গল্পের ধাঁচ আছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস।

সোহানা সাবা বলেন, আমাদের সিনেমায় শাকিব খান নাই কিন্তু আমাদের সিনেমার শাকিব খান হল- আমাদের গল্প, আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আমাদের ‘অসম্ভব’র অসম্ভব সুন্দর টিম স্পিরিট! আমরা ৩ নভেম্বরে আসছি ‘অসম্ভব’ সিনেমাটি নিয়ে সিনেমা হলে।

এ সিনেমায় প্রথমবারের মতো কবি অতুল প্রসাদ সেনের গান চিত্রায়িত হয়েছে। যা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসেও এই প্রথম। অতুল প্রসাদ সেন রচিত ‘মোদের গোরব মোদের আশা আমরি বাংলাভাষা’ গানটি সিনেমাটিতে দেখতে পারবেন দর্শক। এ ছাড়া এ সিনেমার মাধ্যমে কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান-‘ও শাড়ি’ দেখার সৌভাগ্যও হবে ভক্তদের।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *