বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের মঞ্চ প্রস্তুত
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমাদের মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১১টার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন। এখন সময়ের অপেক্ষা।
তিনি আরও বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করব। তার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।