Home রাজনীতি কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব, বিএনপিকে ওবায়দুল কাদের
Oktober ২৫, ২০২৩

কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব, বিএনপিকে ওবায়দুল কাদের

বিএনপির নেতা-কর্মীরা কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গয়েশ্বর বাবু বলেছেন অনুমতি না দিলে অলি-গলি দখল করবে। কোন গলিতে কে আশ্রয় নেয় তা আমরা দেখে নেব।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, অনুমতি না দিলে অলিগলি দখল করবে। তাহলে নাকি সব দরজা খুলে যাবে। এবার আটঘাট বেঁধে নেমেছি। কোন অলিগলিতে অবস্থান নেবেন দেখে নেব।

দলের নেতাকর্মীদের রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৭ তারিখ (২৭ অক্টোবর) থেকে চোখে ঘুম থাকবে না। প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে। যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন সেখানে ঘুমিয়ে কী করব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে ২৮ তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *