Home সারাদেশ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু। সোহেল রানা চৌধুরী
Oktober ২৫, ২০২৩

দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু। সোহেল রানা চৌধুরী

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল চালু করা হয়েছে। টানা ১৪ ঘণ্টা বন্ধের পর কর্তৃপক্ষর নির্দেশ পেয়ে আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল চালু করা হয়।

এর আগে ঘুর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে উঠার আশঙ্কায় গতকাল সন্ধ্যা থেকে ওই নৌপথে অনির্দিষ্ট সময়ের জন্য সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে দৈনিক বর্তমানকে বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় আজ সকাল ৮টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *