Home অপরাধ গুইমারা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ধর্ষণ মামলার আসামি সহ ওয়ারেন্ট মূলে ৪ জন আসামি গ্রেফতার।
গুইমারা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ধর্ষণ মামলার আসামি সহ ওয়ারেন্ট মূলে ৪ জন আসামি গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ও সহযোগিতায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, রামগড় সার্কেল জনাব মো: নাজিম উদ্দীন ও গুইমারা থানার অফিসার ইনচার্জ জনাব রাজীব চন্দ্র কর এর প্রত্যক্ষ তত্বাবধানে গুইমারা থানার চৌকস আভিযানিক দল সিআর-২৭৮/১২ (বিচার-৬৫/২০১৩), ধারা- ৩২৪ পেনাল কোড এর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আবুল খায়ের, পিতা-মৃত সৈয়দ আহাম্মদ, সাং-লন্দুক্যা পাড়া, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি ও গুইমারা থানার ধর্ষণ মামলা আসামি ১। মোঃ ইব্রাহীম(২২), পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা- আয়েশা বেগম, সাং-জালিয়াপাড়া, ১ নং ওয়ার্ড, ২ নং হাফছড়ি ইউপি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি এবং এনএস(পি)-৭০/২৩ ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১১(গ) এর ওয়ারেন্টভুক্ত আসামী ওলাইক্য চাকমা, পিতা- মৃত মনচানু চাকমা, সাং-সাইংগুলি পাড়া, হাফছড়ি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি ও সিআর-২৭৭/২৩ ধারা-৩২৩/৫০৬(২)/৩৪ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী ক্রাসেনু মার্মা, পিতা-থুইহলাঅং মার্মা, সাং- সাইংগুলি পাড়া,থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়িদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।