Home সারাদেশ ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে নলছিটিতে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল।
2 minggu ago

ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে নলছিটিতে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঝালকাঠির নলছিটিতে সোমবার ৭ মার্চ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা।
এতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি আবু মূসা সরদার,মাহবুব হোসেন,সাইফুল ইসলাম সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা।
এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি নলছিটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে লঞ্চঘাট ইসলামি আন্দোলনের কার্যালয় হয়ে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এসে সংক্্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন ঝালকাঠির প্রধান উপদেষ্টা ডা:সিরাজুল ইসলাম সিরাজী,ইসলামি আন্দোলন নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম,মাওলানা আব্দুল কুদ্দুস,মডেল মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান প্রমূখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *