Home খেলা বড় তামিমের কাছে গিয়ে কী চাইলেন ছোট তামিম?
8 jam ago

বড় তামিমের কাছে গিয়ে কী চাইলেন ছোট তামিম?

দুজনে বাঁহাতি, দুজনেই ওপেনার, স্ট্রোকমেকার হিসেবে পরিচিতিও পেয়েছেন ক্যারিয়ারের শুরুতে, এমনকি দুজনের নামটাও এক, ‘তামিম’। তামিম ইকবাল যে পথ দেখিয়ে গিয়েছিলেন, তানজিদ হাসান তামিম সে পথ ধরেই এগোচ্ছেন এখন পর্যন্ত।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুজনকে দেখা গেল একই সঙ্গে। বেশ কিছুক্ষণ বার্তালাপ হলো দুই ব্যাটারের। সেখানে ছোট তামিম বড় জনের কাছে আবদার করে বসেছেন ব্যাটের। জানালেন, তার ব্যাট দিয়ে খেলাটা বেশি আরামের।

ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে খেলতে থাকা তানজিদ তামিম আজ অনুশীলন শেষে চলে আসেন ফরচুন বরিশালের ডাগ আউটে। সেখানে শুরুতে নাজমুল হোসেন শান্তর ব্যাট নিয়ে নাড়াচাড়া করেছেন। এরপর তামিম ইকবালের ব্যাট হাতে নিয়ে নাড়াচাড়া করেন তিনি। তা শেষেই তামিমের সঙ্গে গিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলতে থাকেন তিনি।

কী কথা হয়েছিল দুজনের, সেটা তিনি পরিষ্কার করলেন সংবাদ সম্মেলনে। জানালেন, ব্যাট নিয়েই মূলত কথা হয়েছে দুই তামিমের।

তিনি বলেন, ‘অবশ্যই তামিম ভাইয়ের ব্যাট বেশি কমফোর্টেবল। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। সিএ ব্যাট নিয়েই কথা হচ্ছিল যে, ‘ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়। আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে।’ এরকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে, ‘ঠিক আছে আমি বলে দেব। ওরা এরকম ব্যাট পাঠাবে।’

তামিম ইকবালকে যে আদর্শ মানেন, সেটা অনেক আগেই জানিয়েছিলেন তানজিদ। তিনি এবার জানালেন, নিয়মিত কথাবার্তাও হয় দুজনের। তিনি বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে যখনই মাঠে একসঙ্গে থাকি, আমার কথা হয়। উনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। উনার সঙ্গে কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে।এটা আগে থেকেই। যখনই সামনাসামনি দেখা হয়, চেষ্টা করি উনার সঙ্গে কথা বলতে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *