স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি ঘোষণা
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ১২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাজধানীর ২৪টি থানায় কর্মিসভা করবে সংগঠনটি। প্রতিদিন দুটি থানায় এই কর্মিসভা করার কথা রয়েছে।
১৪ জানুয়ারি কামরাঙ্গীরচর ও লালবাগ থানায়, ১৫ জানুয়ারি চকবাজার ও নিউমার্কেট, ১৬ জানুয়ারি হাজারীবাগ ও ধানমন্ডি, ১৭ জানুয়ারি কলাবাগান ও রমনা, ২০ জানুয়ারি খিলগাঁও ও মুগদা, ২১ জানুয়ারি শাহজাহানপুর ও সবুজবাগ, ২২ জানুয়ারি মতিঝিল ও ওয়ারী, ২৩ জানুয়ারি গেন্ডারিয়া ও সুত্রাপুর, ২৪ জানুয়ারি কোতয়ালী ও বংশাল, ২৫ জানুয়ারি পল্টন ও শাহবাগ, ২৬ জানুয়ারি শ্যামপুর ও কদমতলী এবং ২৭ জানুয়ারি ডেমরা ও যাত্রাবাড়ী থানায় কর্মিসভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
এদিকে আজ (বুধবার) রাজধানীর চকবাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন চকবাজার শিক্ষাবোর্ড অফিস সংলগ্ন স্থানে এই কর্মিসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য দেন দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এসএম সায়েম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী প্রমুখ।