Home বিনোদন মাছির আশায় মুখে মধু মেখেছিলেন ‘দেবদাস’ শাহরুখ
9 jam ago

মাছির আশায় মুখে মধু মেখেছিলেন ‘দেবদাস’ শাহরুখ

সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি পান শাহরুখ খান। সিনেমায় তার অভিনয় এবং ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে রসায়নের জন্য ব্যাপক প্রশংসিত হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ‘দেবদাসের’ শুটিংয়ের সময় অভিনেতা শাহরুখের নিবেদনের গল্প শোনান।

মোতওয়ানে একসময় সঞ্জয় লীলা বানসালির সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন। বানসালি পরিচালত ‘দেবদাস’ ও ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার সেটে কাজ করেছেন তিনি। এর মধ্যে দেবদাস সিনেমার একদম শেষে শাহরুখ যখন মারা যান, সেই দৃশ্য আজও সিনেমাপ্রেমীদের চোখে জল আনে। মৃত শাহরুখের মুখে মাছি ভনভন করছে এমন দৃশ্য তখন বেশ সাড়া ফেলেছিলো।

লাল্লানটপের সঙ্গে আলাপে হৃদয়বিদারক সে দৃশ্যের পেছনের গল্প শোনান মোতওয়ানে। বলেন, ‘আমরা দেবদাসের ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম যেখানে শাহরুখের চরিত্রটি মারা যায় এবং ঐশ্বরিয়া তার কাছে দৌঁড়ে আসে। শাহরুখ একটি গাছের নীচে শুয়ে ছিলেন। হঠাৎ, তিনি একজন সহকারীকে জিজ্ঞাসা  করলেন, তোমরা কি আমাকে একটু মধু এনে দিতে পারো? আমরা কেউ বুঝতে পারিনি বিষয়টি। তবুও তাকে মধু এনে দেওয়া হয়। সে তখন  কিছু মধু নিয়ে তার মুখে লাগিয়ে নিলেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (শাহরুখ) এটা করেছিলেন যাতে তার মুখে মাছি বসে থাকে। ঠিক যেমন একজন মৃত ব্যক্তির মুখে মাছি বসে থাকে। এটি একদম শাহরুখের আবিষ্কার ছিলো।’

‘লুটেরা’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘শাহরুখ সবসময় কীভাবে দৃশ্যটি আরও ভালো করা যায়, তার জন্য চেষ্টা করেন।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *