Home খেলা ইনজুরির কারণে বিপিএল ছাড়তে হলো কর্নওয়ালকে
13 jam ago

ইনজুরির কারণে বিপিএল ছাড়তে হলো কর্নওয়ালকে

বিপিএলের অন্যতম আকর্ষণ ছিলেন ক্যারিবীয় ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই ক্রিকেটার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ডেরায়। তবে ইনজুরির কারণে বিপিএল শেষ না করেই বিপিএল ছাড়তে হলো তাকে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা।

অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি কর্নওয়াল। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশ থেকে।

সিলেটের ফেসবুক পেইজে কর্নওয়াল এক ভিডিওতে বাংলাদেশকে বিদায় জানান। সেই ভিডিওতে লেখা ছিল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’

এবারের বিপিএলে সিলেটের দলে তেমন বড় নাম নেই। পল স্টার্লিং, জর্জ মানসি, রিস টপলিরা থাকলেও কর্নওয়ালকে হারানো বেশ বড় ক্ষতিই হল দলটির জন্য।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *