বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মোশারফকে নেওয়া হলো থাইল্যান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক মোশারফ হোসেনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সরকারি খরচে তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খলিলুর রহমান জানান, মোশারফ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় চিকিৎসার খোঁজখবর নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি আরও জানান, গত রোববার রাতে তাকে দেখতে যান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা ও কেন্দ্রীয় সদস্য মুনতাসীর মাহমুদ। আমরা তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করেছি। তার উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ৫ আগস্ট গাজীপুরের মাওনায় পোশাক শ্রমিকদের সঙ্গে আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলি তার দুই পা ছিদ্র হয়ে বেরিয়ে যায়।
সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বাবা নাজিম উদ্দিন ও মা নুরজাহান বেগম বলেন, ছেলের চিকিৎসার খরচ দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। সে দেশের জন্য যুদ্ধ করেছে, তার জন্য দোয়া চাই।