Home খেলা শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ
21 jam ago

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৩ জানুয়ারি) ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে বেশ খুশি তরুণ এই টাইগার পেসার।

পিএসএলে দল পাওয়র পর রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

আপাতত বিপিএলেই ফোকাস করতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো অতদূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

পিএসএলে খেলতে গেলে কিংবদন্তি শোয়েব আখতারের সঙ্গে দেখা হবে নাহিদের। সুযোগ পেলে তার কাছে থেকে শিখতে চান জানিয়ে এই টাইগার পেসার বলেন, ‘অবশ্যই তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’

এবারের পিএসেলে নাহিদ ছাড়া দল পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে লাহোর ক্যালান্দার্স ও লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে নাহিদকে দলে টানে পেশোয়ার জালমি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *