Home সারাদেশ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন
21 jam ago

নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের নলছিটি উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখার আহবায়ক মোঃ মাহমুদুল হাসান আদিল ও সদস্য সচিব এনামুল হক লিটন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সোমবার(১৩জানুয়ারী) এ তথ্য জানানো হয়েছে। উপজেলা কমিটিতে হাসিবুল হাসান সবুজকে আহবায়ক ও বেলায়েত হোসেন নান্নু কে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট ও এফ এইচ রিভানকে আহবায়ক ও মোঃ লিমন হোসেন কে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন মোঃ আকতারুজ্জামান মোহন,এইচ এম বাপ্পি,মোঃ রিয়াজ হোসেন,মোঃ মনির হোসেন,এমডি মুরাদ খান,মেহেদি হাসান আরিফ,এইচ এম মিন্টু,দুর্লভ দাস,উজ্জল বনিক ও মোঃ নয়ন হোসেন।
পৌর কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন মেহেদী হাসান সৈকত,তাইসুর খান বাপ্পি,আল আমিন গাজী,মোঃ শাকিল খলিফা,রাকিব আহমেদ,খাব্বাব আল আরাত,মোঃ রায়হান খান,মৃদুল খান,মোঃ বাপ্পি সিকদার ও মোঃ সিয়াম।
কমিটির সদস্যদের আগামী ৯০দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এসময় নতুন কমিটির সদস্যরা বলেন, জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী চেতনা লালন করে। অনলাইনে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে নলছিটি উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্স কমিটি সদা কাজ করে যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *