Home সারাদেশ নলছিটিতে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা ও কম্বল বিতরন।
3 hari ago

নলছিটিতে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা ও কম্বল বিতরন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটির কুশংগল ইউনিয়নে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।কুশংগল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো:আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,যুব সংগঠক মো: রেজাউল করিম,শিক্ষার্থী প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত,আবু মুছা, ছাত্রদল নেতা হৃদয় জোহান, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন
রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।এসময় বক্তারা তরুনদের উদ্যোগে আগামী সমৃদ্ধির বাংলাদেশ গড়তে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে তরুনদের উদ্যোগী হতে আহব্বান জানান। এর আগে বিকাল ৪টায় কুশংগল ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম স্থানীয় হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।এছাড়াও টিসিবি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন ইউএনও।এসময় ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা মো:আশরাফুল ইসলাম,হিসাব সহকারী আবুল হাসান মৃধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *