Home বানিজ্য ৯৯৩ কোটি টাকা আত্নসাৎ: এস আলমের ছেলেসহ ৫৪ জনের নামে মামলা অনুমোদন
7 hari ago

৯৯৩ কোটি টাকা আত্নসাৎ: এস আলমের ছেলেসহ ৫৪ জনের নামে মামলা অনুমোদন

৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক)

দুর্নীতি দমন কমিশনের (দুদক)

এ সসময় দুদকের মহাপরিচালক বলেন, জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবলী শাখা থেকে ২০২৪ সালের ১০ অক্টোবর ভিত্তিক অনাদায়ী ডিলের মূল দায় ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা আত্মসাৎসহ বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার উদ্দেশ্য মানিলন্ডারিং করেছেন।’

তিনি আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/ 8৬৭ /৪৬৮/৪৭১/৪৭৭ক / ১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) বাংলাদেশ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *