Home খেলা ১০ রান করলেও লিটনকেই দলে চাই, আমি তার ভক্ত: সুজন
1 minggu ago

১০ রান করলেও লিটনকেই দলে চাই, আমি তার ভক্ত: সুজন

ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। জাতীয় দলের পর বিপিএলেও রানের দেখা পাচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটার। রান না পেলেও লিটনকেই দলে চান বলে জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। এই নিয়ে চার ম্যাচের সবকটিতেই হারলো রাজধানীর দলটি। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকার কোচ সুজন।

লিটনের রান খরা প্রসঙ্গে সুজন বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন সে (লিটন), বাংলাদেশের ক্রিকেটে। যদিও সবাই বারবার আমাকে বলে, তবে আমি বারবারই বলব, লিটন ১০ রান করলেও দলে রাখতে চাই। কারণ, লিটনের এত বড় ভক্ত আমি।’

লিটনের একটা বড় ইনিংস দরকার উল্লেখ করে ঢাকার কোচ বলেন, ‘তার একটা ব্যাডপ্যাচ যাচ্ছে। সবারই যায় এটা। একটা ভালো ইনিংস দরকার। ভালো শুরু করেছিল প্রথম ম্যাচে। টি-টোয়েন্টির বিচারে স্ট্রাইক রেটের দিক থেকে খুব বড় ইনিংস নয়, তার পরও… ওর ব্যাটিং দেখলে ওই ৩০ রান দেখতেও ভালো লাগে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *