Home খেলা বিপিএলে মাশরাফির খেলা নিয়ে অন্দরমহলে আলোচনা
1 minggu ago

বিপিএলে মাশরাফির খেলা নিয়ে অন্দরমহলে আলোচনা

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হিসেবে নাম লিখিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুজনেই আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গেল আগস্টে শেখ হাসিনার পতনের পরে রাজনীতির মতো ক্রিকেটাঙ্গনেও ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব ও মাশরাফি।

মাশরাফি দেশে থাকলেও সাকিব রয়েছেন দেশের বাইরে, ফিরতেও পারছেন না। চলতি বিপিএলে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মিললে তাদের কারও মাঠে নামা হবে না। তবে এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে মাশরাফির প্রসঙ্গ।

চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় হিসেবে নাম রয়েছে মাশরাফির। ঢাকা পর্বে তাকে দলের মধ্যে দেখা যায়নি। অনুশীলন, খেলার মাঠ, ড্রেসিংরুম- কোথাও ছিলেন না। তবে এবার সিলেট পর্বে মাশরাফিকে মাঠে নামানো যায় কিনা, সেটি নিয়ে কথা হচ্ছে। সিলেটের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এক ম্যাচের জন্য হলেও খেলানোর। আনুষ্ঠানিকভাবে দলটি কিছুই জানায়নি।

এ দিকে মাঠে মাশরাফী নামলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার শঙ্কাও রয়েছে। গতকাল টিকিট কিনতে এসেছেন এমন কয়েকজন মাশরাফির খেলার পক্ষে কথা বলেছেন। যদিও তাদের মনেও সংশয় রয়েছে। সাকিব দেশে ফিরে খেলতে চাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারের পক্ষ থেকে নেতিবাচক বার্তা আসে। মাঠে নামার আগে এমন বার্তা মাশরাফির জন্যও আসতে পারে। তাতে শেষ পর্যন্ত তার বিপিএল খেলা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

গেল বিপিএলে সিলেটের হয়ে শুরুর দিকে ৫টি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। কিন্তু তিনি কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেননি। এরপরে দলের অধিনায়কত্ব ও খেলা ছেড়ে ঢাকায় ফিরে গিয়েছিলেন তিনি। তারপরে আর মাঠে নামা হয়নি। এই বিপিএলেও তাকে সিলেট ধরে রেখেছে। পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ পর্যন্ত সিলেটের জার্সিতে তাকে মাঠে দেখার সম্ভাবনা রয়েছে। সেটি নিয়েই আপাতত কাজ করছে ফ্রাঞ্চাইজিটি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *