Home খেলা ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি
1 minggu ago

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বদল এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এছাড়া পরিচালক হন নাজমুল আবেদীন ফাহিম। তবে কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ধরেছে ফাটল।

বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ফাহিম। এছাড়া তার সঙ্গে বিসিবি সভাপতি দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন। বিসিবি ছাড়ারও ইঙ্গিত দেন ফাহিম।

ফাহিমের এমন অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে চায়নি (ফাহিম), কাজ করা কঠিন বলেছে। পদত্যাগ করতে চেয়েছে এমনটা আমি শুনিনি, যাই হোক ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এই বোর্ড কিন্তু ফাহিম ভাই আর আমাকে বোঝায়। আর যারা আছে তারা কিন্তু সবাই পুরাতন। কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম। তখন অনেক দিকে নজর দিতে হয়। তো সেখানে ভুল বুঝে একটা অবস্থা তৈরি হতে পারে। ওই জিনিস থেকেই হয়তো চিন্তা করছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘দুর্ব্যবহার এটা তো আসলে একটা আপেক্ষিক টার্ম। আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, ছোট্ট একটা কথা বললেও দুর্ব্যবহার। কথাটা আসলে জোরে বলেছি! এরকম কোন কথা বলেছি যেটা উনি পছন্দ করেননি। অনেক সময় অনেক জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়।’

এর আগে ফাহিম বলেছিলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *