Home সারাদেশ শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম
1 minggu ago

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :
সুগন্ধ‌া নদী বিধৌত ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনির ভেতরে বসবাস করা বেদে সম্প্রদায়ের লোকজন।
সেই বেদে পল্লীর শীতার্তদের পাশে দাঁড়ালেন নল‌ছি‌টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তাদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দপদ‌পিয়ার জি‌রো প‌য়েন্ট এলাকায় অবস্থানরত ভাসমান বেদে পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল পর্যায়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন।
তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে। এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *