Home সারাদেশ নলছিটিতে সাবেক সংসদ সদস্য  ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
1 minggu ago

নলছিটিতে সাবেক সংসদ সদস্য  ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বসুন্ধরা স্পোটিং ক্লাব ১-০ গোলে রানাপাশা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলতে ৩০ হাজার ও ট্রফি তুলে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও নলছিটি থানার ওসি আব্দুস ছালাম। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা জেডআই কামাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা।
টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে মোট ১২টি দল অংশ নিয়েছে। খেলায় দেশি ও বিদেশি খেলোয়াররা অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভূট্টোর নামে প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করে তাঁর পরিবার। টুর্নামেন্ট পরিচালনা করেন ভূট্টোর ভাইয়ের ছেলে সোহেল মোল্লা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *