Home সারাদেশ নলছিটিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
1 minggu ago

নলছিটিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিঠু মল্লিক( ৩০) উপজেলার কাপড়কাঠি এলাকার আনোয়ার মল্লিকের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানায় কর্মরত এএসআই কাওসার আহমেদ’র নেতৃত্বে একটি টীম বৃহস্পতিবার(২ জানুয়ারি) রাতে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি মাদক মামলায় আদালত ৬ মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *