আপনার শিশুদেরকে মোবাইল আসক্তি থেকে দুরে রাখুন-ইউএনও নজরুল ইসলাম।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি তে আল জামিয়াতুল ইসলামিয়া (খাগড়াখানা) মাদরাসা নামের একটি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই,শিক্ষা উপকরণ ও শীতের উপহার (কম্বল) বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন,ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী আরিফ বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন আমাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে।তাদেরকে সময় দিতে হবে,তাদের সাথে গল্প করতে হবে যাতে তারা মোবাইলে আসক্ত হয়ে না যায়।বাচ্চারা বড় হলে কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে।ধর্মীয় এবং নৈতিক শিক্ষা সমাজে অপরাধ কমাতে পারে।তাই সন্তানদেরকে নৈতিক এবং ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেয়া উচিৎ আমাদের সবার।
এসময় মাদ্রাসাটির প্রায় একশত শিক্ষার্থীদের মাঝে বই ও কম্বল বিতরণ করা হয়।