মোরেলগঞ্জ পৌর বিএনপির , নির্বাচনে সভাপতি মাসুম, সম্পাদক মানিক, রমিজ সাংগঠনিক নির্বাচিত
এস.এম. সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট :
শান্তিপূর্ণভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম ফকির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বি এম তরিকুল ইসলাম মানিক।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ১টা পর্যন্ত উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরেলগঞ্জ পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের মোট ১০০ জন ভোটার সদস্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।
এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে মোট ৯১টি ভোট কাস্ট হয়। এতে মোরেলগঞ্জ পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি পদে মোঃ মাসুম ফকির ৪৯টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম মোল্লা পান ৪১টি ভোট।
এছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বি এম তরিকুল ইসলাম মানিক ৭০টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম মিঠু ২১টি ভোট পান।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন ডা. রমিজ উদ্দিন শেখ।
ভোট কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, মনিটরিং টিমের সদস্য শেখ আঃ হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনির এবং অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।
ভোট গণনা শেষে বাগেরহাট জেলা বিএনপির মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, মোরেলগঞ্জ উপজেলার পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত নেতৃত্ব দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।পরে ৫১ জন সদস্য বিশিষ্ঠ এই ওয়ার্ড কমিটির পূর্নাঙ্গ খড়সা অনুমোদন দেয়া মোরেলগঞ্জ পৌর বিএনপির , নির্বাচনে সভাপতি মাসুম, সম্পাদক মানিক, রমিজ সাংগঠনিক নির্বাচিত
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ-০৩.০১.২০২৫।