Home জাতীয় নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহের আভাস
1 hari ago

নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহের আভাস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে হালকা শীত বিরাজ করছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপকূলীয় এলাকায় অল্প সময়ের জন্য ঝিরিঝিরি বৃষ্টি হলেও দিনভর রোদ ও কুয়াশার লুকোচুরি দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের বাকি সময়ে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকবে। নতুন বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারির শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মাসজুড়ে বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের প্রভাব থাকতে পারে।

আজ বুধবার দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা থাকলেও বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। দেশের অন্য অঞ্চলের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা শীতলতম। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, আজ সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত নদীতীরবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় বায়ুর মান খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বব্যাপী বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, গতকাল রাজধানী ঢাকার বায়ুর মান ছিল বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সাগর থেকে আসা মেঘের কারণে শীতল বাতাসের প্রভাব কিছুটা কমছে। তবে জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রবল।

নতুন বছরের শুরুতেই দেশের মানুষের জন্য প্রস্তুতি নিতে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *