Home সারাদেশ নলছিটিতে ঐতিহাসিক দৈনিক ইত্তেফাক এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। 
23 jam ago

নলছিটিতে ঐতিহাসিক দৈনিক ইত্তেফাক এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। 

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:
 ঝালকাঠির নলছিটিতে দৈনিক ইত্তেফাকর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় দৈনিক ইত্তেফাকের নলছিটি উপজেলা সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম (পলাশ) এর আয়োজনে প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ শামসুল আলম খান বাহার, নলছিটির সিনিয়র সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন মনু, নলছিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও কালের কন্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি কেএম সবুজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মিলন কান্তি দাস( দৈনিক সংবাদ), পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো. ইব্রাহিম খলিল( আওয়ার নিউজ)।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ কে ঐক্যবদ্ধ রাখতে ও যেকোনো আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাক এর ভূমিকা নিয়ে ভুয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন,আবদুল কুদ্দুস তালুকদার( সময়ের বার্তা), ইত্তেফাক জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইদুল কবির রানা, মোঃ খলিলুর রহমান মৃধা ( সময়ের বার্তা),মশিউর রহমান (আমাদের অর্থনীতি), মোস্তাফিজুর রহমান রিপন(যায়যায়দিন), কায়কোবাদ তুফান(মানবজমিন), খালিদ হাসান (দীপ্ত টিভি), আকতার হোসেন( আমাদের বার্তা), মাহবুবুর রহমান (নাগরিক ভাবনা), সোহেল রানা ( দেশজনপদ), মশিউর রহমান রাসেল ( ভোরের আলো), মো. মোস্তাফিজুর রহমান ( দক্ষিনাঞ্চল), নাঈম মল্লিক (আলোকিত সময়),বালী তাইফুর রহমান তূর্য (বার্তা প্রবাহ,সংবাদ সারাদেশ)
সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *