Home সারাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের দাবিতে নৌ র‌্যালী
1 hari ago

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের দাবিতে নৌ র‌্যালী

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য শক্তির ব্যবহারের দাবিতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে গ্রীন ইউথ ফোরাম ও রেইজিং ইউথ ফোরামের যৌথ উদ্যোগে ভৈরব নদীতে ব্যতিক্রমী এই র‌্যালীতে অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহন করেন।

তরুণ-তরুণীরা  “নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চাই না, সবুজ বাংলাদেশ চাই, জলবায়ুর ন্যায়বিচার এখনই, এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহনকারীরা।

এসময় বক্তব্য দেন,  পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির নেতা মোল্লা মনিরুজ্জামান, পরিবেশ কর্মী আলিমুজ্জামান, হাসান মাহমুদ জসিম, ইয়ুথ এ্যাক্টিভিস্ট নিম্নি, শেখ  বাদশা, নুরান আক্তার মিতু, আবু তালেব প্রমুখ।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে আমরা এক ভয়াবহ জলবায়ু সংকটে পড়েছি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যেতে হবে। আমরা নবীন প্রজন্মের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধ করা হোক এবং টেকসই শক্তির ব্যবহারে বিনিয়োগ বাড়ানো হোক।নবায়নযোগ্য শক্তির দ্রুত বিস্তার ঘটাতে পারলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করা সম্ভব। এটি কেবল পরিবেশ রক্ষাই নয়, দেশের টেকসই উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির নেতা মোল্লা মনিরুজ্জামান বলেন , জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার এবং নীতিনির্ধারকদের উচিত নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে অবিলম্বে নীতি বাস্তবায়ন করা। সৌর ও বায়ুশক্তি যেমন আমাদের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে, তেমনি এটি দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াবে। দেশের মানুষ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা আর চায় না।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ–২৩.১২.২০২৪

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *