Home খেলা জনপ্রিয় রেসলার রে মিস্টেরিও সিনিয়র মারা গেছেন
21 jam ago

জনপ্রিয় রেসলার রে মিস্টেরিও সিনিয়র মারা গেছেন

মারা গেছেন রেসলিং জগতের অন্যতম কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র। রোববার (২২ ডিসেম্বর) ৬৬ বছর বয়সী এই রেসলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

রেসলিং জগতে মিস্টেরিও সিনিয়র হিসেবে পরিচিত হলেও তার আসল নাম মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ। ১৯৭৬ সালে রেসলিংয়ে ক্যারিয়ার শুরুর পর ২০০৯ সালে ক্যারিয়ারের ইতি টানেন এই রেসলার। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় রেসলার রে মিস্টেরিওর চাচা তিনি।

গত মাসেই প্রয়াত হয়েছিলেন রে মিস্টেরিও জুনিয়রের বাবা রবার্তো গুতিয়েরেজ। কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র রেসলিং জগতে জিতেছেন বহু চ্যাম্পিয়শিপ।

১৯৯৫ সালে রে মিস্টেরিও সিনিয়র ও জুনিয়র মিলে ডব্লিউ ডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতেন। যা রেসলিংয়ের রিংয়ে একটি স্মরণীয় মুহূর্ত।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *